বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম মাওলা বক্স কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-২ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

February 27, 2025

মেহেরপুর নিউজঃ

মরহুম মাওলা বক্স (বেবি চেয়ারম্যান) কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর-২ নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকালে জতারপুর স্কুল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল খেলায় মেহেরপুর-২ নং ওয়ার্ড ২ উইকেটে উজলপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে।

তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফাইনাল খেলায় টস জিতে প্রথমে ব্যাট করে নেমে উজলপুর একাদশ মেহেরপুর-২ নং ওয়ার্ডের হাসানুর এবং হৃদয়ের বিধ্বংসী বোলিং মুখে ১১.৫ ওভারের সবকটি উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে ফয়সাল সর্বোচ্চ ২১ রান করেন। সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে মেহেরপুর-২ নং ওয়ার্ড একাদশ সহজ জয়কে শেষ পর্যন্ত কঠিন করে ৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। মাওলা বক্স স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের সবচেয়ে কম রানের জয় তাড়া করতে নেমে ৮ম ওভার পর্যন্ত মনে হয়েছিল সহজ জয় পেয়ে যাবে। কিন্তু উজলপুরের জয় এবং ফয়সালের বিধ্বংসী বোলিং মুখে মেহেরপুরের সহজ জয়কে কঠিন করে তোলে। শেষ পর্যন্ত জয় এবং ফয়সাল ৪টি করে উইকেট ভাগাভাগি করে নেয়। খেলার সোহাগ ১৯ বল মোকাবেলা করে সর্বোচ্চ ৪৩ রান করেন। সোহাগ ম্যান অব দ্যা ম্যাচ, টগর সেরা ব্যাটসম্যান, জয় সেরা বোলিং এবং ওমর ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামিনুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও নগদ এক লক্ষ টাকা এবং রানারআপ দলের ট্রফি এবং নগদ ৫০ হাজার টাকা তুলে দেন। মতিউর রহমান ডাবলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান, টিআই বিশ্বজিৎ ঘোষ।

বক্তব্য রাখেন যডারপুর ক্রিকেট একাদশের অধিনায়ক তানভীর কবীর আকাশ। এর আগে ফাইনাল খেলার বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্য মিজানুর রহমান বেলুন উড়িয়ে ফাইনাল খেলার সূচনা করেন। এ সময় তিনি উভয় দলের খেলোয়ারদের সঙ্গে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর পরিবেশক সমিতির সভাপতি হাসেম আলী সেখানে উপস্থিত ছিলেন। জমজমাট ফাইনাল খেলা দেখার জন্য বিপুল পরিমাণ দর্শক যাতারপুর বিদ্যালয় মাঠে উপস্থিত হন।