বর্তমান পরিপ্রেক্ষিত

মরহুম মওলা বক্স চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব জয়ী

By মেহেরপুর নিউজ

January 15, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুরে মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব জয়লাভ করেছে।

বুধবার বিকালে যতারপুর মাঠে অনুষ্ঠিত খেলায় অনুরাগ আদর্শ ক্লাব ১  উইকেটে যতারপুর একাদশকে পরাজিত করে। টসজিতে যতারপুর একাদশের অধিনায়ক  ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে যতারপুর একাদশ ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাশেদ ৫৮ রান করেন।

জবাবে খেলতে নেমে দরবেশপুর ১৩.২ ওভারের ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ছাব্বির ৭৩ রান করেন।

খেলায় ছাব্বির ম্যান অব দ্যা ম্যাচ এবং নিশান গেম চেঞ্জার এর পুরস্কার লাভ করেন।এবং অপারাজিত দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় রাশেদ।মফিজুর রহমান উজ্জল এবং মুসাব্বিল্লাহ কালু ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। তানভীর এবং রিমন ও লাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।