ক্রিকেট

মরহুম মওলা বক্স চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে উজুলপুর ক্রিকেট একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

February 04, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে অনুষ্ঠিত মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে উজুলপুর ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত উজুলপুর ক্রিকেট একাদশ ১ উইকেটে শালিকা একাদশকে পরাজিত করে। টসে জিতে উজুলপুর একাদশের অধিনায়ক ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে শালিকা টাইগার ক্লাব ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজমির ৪৩ রান করেন। জবাবে খেলতে নামে উজুলপুর একাদশ ১৪.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে টগর ৯২ রান করেন।

খেলায় টগর ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন।অপারাজিত দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় সাগর।১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আশরাফুল আলম ও বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী মনোয়ার বিপু এবং নির্মল কর্মকার ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। তানভীর, রিমন ও লাবিব এবং আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।