মেহেরপুর নিউজঃ
মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে।মেহেরপুর ৯নং ওয়ার্ড একাদশ জয়ী
মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর ৯ নং ওয়ার্ড ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় মেহেরপুর ৯ নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ৩ উইকেটে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব ক্রিকেট একাদশকে পরাজিত করে। টসে জিতে মেহেরপুর ৯নং ওয়ার্ড ক্রিকেট একাদশের অধিনায়ক বোলিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে দরবেশপুর অনুরাগ আদর্শ ক্লাব ক্রিকেট একাদশ ব্যাটিং নৈপূণ্যে ১৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে।দলের পক্ষে রাব্বি ২৬ এবং নিশান ২২ রান করেন।
জবাবে খেলতে নামে মেহেরপুর ৯ নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ১৩.২ ওভারের ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রকি ৪১ রান এবং আশিক ২৬ রান করেন।
খেলায় রকি ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার লাভ করেন। এবং গেম চেন্জার সজিব ও অপারাজিত দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় শাকিল ।যতারপুর গ্রামের কৃতি সন্তান ফরিদউদ্দীন,ছাব্দার আলী,গিয়াসউদ্দীন এবং আবদুল্লাহ আল মামুন সম্মানীত শিক্ষক বিন্দুরা ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। তানভীর এবং রিমন ও লাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।