মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের বেড়পাড়া মন বলাকা ক্লাবের উদ্যোগে বেড়পাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে মনিরুল-রুহুল জুটি ১ম দল হিসাবে ফাইনালে উঠেছে।
শনিবার রাতে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় মনিরুল-রুহুল জুটি ১৬-২১,২১-১৫,২১-১৯ সেটে সুইট-রুহুল জুটিকে পরাজিত করে। খেলায় মনিরুল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এর আগে জাহিদুর রহমান জুম্মান সেমিফাইনালের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।
এদিকে মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সাব্বির-সজল জুটি ২য় দল হিসাবে ফাইনালে উঠেছে। রাতে অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় সাব্বির – সজল জুটি ২১-১৯,২১-১৯ সেটে আলামিন-রাতুল জুটিকে পরাজিত করে। খেলায় সাব্বির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। এর আগে জাহিদুর রহমান জুম্মান সেমিফাইনালের খেলোয়াড়দের সাথে পরিচিতি হন।