মেহেরপুর নিউজ:
মন বলাকা ক্লাবের উদ্যোগে ঈদ পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টে জনতা ওয়ারিয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার বিকেলে ছহিউদ্দীন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জনতা ওয়ারিয়ার্স ৫১ রানের বড় ব্যবধানে মনা একাদশকে পরাজিত করে। টস জিতে মনা একাদশের অধিনায়ক প্রতিপক্ষ জনতা ওয়ারিয়ার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করতে নেমে জনতা ওয়ারিয়ার্স খোকন ও আরিফের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রানের পাহাড় গড়ে তোলে। দলের পক্ষে খোকন ৬৭ এবং আরিফ ৪২ রান করেন। মনা একাদশের পক্ষে সাইফ দুটি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে মনা একাদশ ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাহবুব সর্বোচ্চ ২২ রান করেন। জনতা ওয়ারিয়ার্সের আরিফ দুটি উইকেট লাভ করেন। খেলায় বিজয়ী দলের খোকন ম্যান অব দ্যা ফাইনাল এবং আরিফ ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন। এর আগে জনতা ওয়ারিয়ার্স প্রথম খেলায় ৮ উইকেটে উজ্জল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে জনতা ওয়ারিয়ার্স ৮ উইকেটে মনা একাদশকে পরাজিত করে ফাইনালের টিকিট লাভ করে। অপরদিকে মনা একাদশ তাদের প্রথম খেলায় ৮ উইকেটে রাসেল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে ফিফটি একাদশকে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ফাইনালে ওঠে।
খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। বেরপাড়া এলাকার তরুণ সমাজসেবক জাহিদুর রহমান জুম্মান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন।