মেহেরপুর নিউজ :
মেহেরপুর শহরের বেড়পাড়া মনবলাকা ক্লাবের উদ্যোগে ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মনবলাকা ক্রিকেট টুর্নামেন্টে ঈদগাহ পাড়া একাদশ এবং বেড়পাড়া টাইগার ক্লাব নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।
সোমবার অনুষ্ঠিত খেলায় ঈদগাহ পাড়া একাদশ ১০ উইকেটে উইনার ইলেভেন কে এবং বেড়পাড়া টাইগার একাদশ ৭ উইকেটে জনতা ওয়ারিয়ার্স কে পরাজিত করে। দিনের প্রথম খেলায় উইনার ইলেভেন প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ রানের সবাই আউট হয়ে যায়। জবাবে খেলতে নেমে ঈদগাপাড়া একাদশ কোন উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
এদিকে একই মাঠে অনুষ্ঠিত জনতা ওআরিয়ার্স প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে বেড়পাড়া টাইগার ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।