সাগর চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার মধুখালী বাজার বণিক সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মির্জা আকরামুজ্জামান ফাউন্ডেশনের চেয়ারম্যান মির্জা মাঝহারুল ইসলাম মিলনের বিরুদ্ধে ৮ জুলাই ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক গণসংহতি পত্রিকার প্রথম পাতার ৫ ও ৬ নং কলামে “মধুখালীতে বিধবার জমি দখল করে পুকুর খননের অভিযোগ মিলন বাহিনীর বিরুদ্ধে” শীর্ষক প্রকাশিত খবরের প্রতিবাদে মির্জা মাঝহারুল ইসলাম মিলন সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মো. রেজাউল হক বকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মির্জা মাঝহারুল ইসলাম মিলন।
লিখিত বক্তব্যে তিনি বলেন উক্ত সংবাদটি মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন। আমি কোন বিধবা মহিলার জমি দখল করি নাই। মিলন বাহিনী নামে আমার কোন বাহিনী নাই। আগামীতে মধুখালী পৌরসভা নির্বাচনে পৌর মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় একশ্রেণির কুচক্রী মহল আমার বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এই মিথ্যা বিভ্রান্তিমূলক প্রাকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় বক্তব্য রাখেন ক্রোকদি মৎস জীবি সমবায় সমিতির সভাপতি সঞ্জয় মালো,অর্থ সম্পাদক শামসুর রহমান,সদস্য শরিফুল ইসলাম,কাজী আঃ গফুর প্রমুখ।