আইন-আদালত

মদ রাখার অভিযোগে এক যুবকের ২ বছর কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

February 11, 2021

মেহেরপুর নিউজ:

মদ রাখার অভিযোগে লাল মিয়া নামের এক যুবককে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম আব্দুস সালাম এ রায় দেন। লালমিয়া মেহেরপুর শহরের ঘোষপাড়ার খোদা বক্স এর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে ২০১৮ সালের ১১ আগস্ট মেহেরপুর সদর থানার তৎকালীন এস আই মীর মেজবাউর রহমান এর নেতৃত্বে ঘোষপাড়ায় লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৪ লিটার দেশী বাংলা মদ উদ্ধার করেন। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২২ (গ) /১৯ (৪) ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৪, সেশন কেস নং ২২০/১৮, জি আর কেস নং ২২৫/১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলায় মোট ৬ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন, এতে আসামি লালমিয়া দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে অ্যাডঃ কামরুল হাসান কৌশলী ছিলেন।