মেহেরপুর নিউজ,০১ আগষ্ট:
এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মটরসাইকেলের রেজিষ্ট্রেশনের টাকা জমা দেয়া যাবে।
অাজ সোমবার সকালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক, পেট্রোবাংলার অধিনস্ত রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস লি. এর পরিচালক ও মেহেরপুরের কৃতি সন্তান এম এ এস ইমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিআরটিএ প্রধান কার্যালয়ে চেয়ারম্যান মো: নজরুল ইসলামের সাথে মেহেরপুরে রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার ভোগান্তি নিয়ে আলাপ করলে তিনি এ সুসংবাদ দেন।। বিআরটিএ চেয়ারম্যানের বরাত দিয়ে এম এ এস ইমন জানান, এখন থেকে ঘরে বসে মোবাইলের মাধ্যমে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এ ফি জমা দেয়া যাবে। ফি জমা দেয়ার জন্য আর ব্যাংকে যাওয়া লাগবে না। মেহেরপুরবাসীর আর ভোগান্তি হবে না।
প্রসঙ্গত, গত দু মাস ধরে মেহেরপুরে মটরসাইকেল মালিকরা রেজিষ্ট্রেশনের টাকা জমা দিতে না পেরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন।