নির্বাচন

মটমুড়া ইউপির ২ নং ওয়ার্ডের উপ-নির্বাচন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম

By মেহেরপুর নিউজ

May 25, 2023

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার পদের উপ-নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম,গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হােগলবাড়ীয়া-মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় ভােট কেন্দ্র তিনি পরিদর্শন করেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠ এবং শান্তিপূর্ণ ভাবে ভােটগ্রহণ দেখে তিনি সন্তােষ প্রকাশ করেন।