নিউজ ডেস্ক মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামে ভযাবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি টিনের বড় বাড়ি। পুড়ে ছাই হয়ে গেছে ঘরের সব জিনিসাদি। দমকল বাহিনী জানায়,আজ ১ মার্চ রাত সাড়ে ৮ টার দিকে মুজিবনগর উপজেলার ভবের পাড়া গ্রামে আখের রস ব্যবসায়ী লুইস রেগে গিয়ে তার নিজ বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। নিমিশেই পুড়ে ছাই হয়ে যায় পুরো বাড়ি। পরে দমকল বাহিনীর সদস্যরা মেহেরপুর শহর থেকে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। বাড়ির মালিক আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা তাকে আটক করে আনসার বাহিনীর হাতে তুলে দেয়।