কবিতা

ভয়াবহ করোনা

By মেহেরপুর নিউজ

March 09, 2020

মোঃ আব্দুর রহমান(পিয়ার):

======================

করোনার বীণ ভয়াবহ সুরে বাঁজছে জগৎ জুড়ে, অনেক দেশেতে ছড়িয়ে পড়েছে সজাগ থাকুন সবে। ভারতে এবার দিয়েছে ছোবল করোনা নাগের বিষ, তার পাশে মোরা সংগ্রাম করে বেঁচে থাকাটাই জিদ।

ডাক্তার বাবু করছে প্রচার হরেক রকম মত, সব জনগন করবো পালন স্বাস্থ্যবিধির ছক। ধুয়ে নিন হাত সাবানের দ্বারা বাসায় প্রবেশ করে, মুখোশ পড়ার পুড়োনো রীতিটা মানুন সবাই মিলে।

হাত মিলানোতে,বুক মিলানোতে সচেতন থাকা চাই, প্রয়োজন ছাড়া বিদেশে ভ্রমন বিরত থাকুন ভাই। হস্ত ছোঁয়ার জিনিস গুলিতে জীবানুনাশক দিন, জনতার ভীড়ে চলাফেরা করা এবার কমিয়ে নিন।

সালাদ খাইতে চাইলে কিন্তু ধুয়ে নিতে হবে সব, রান্নাকালীন মানিয়া চলুন সিদ্ধ করার রব। জ্বর-কাশিভাব,ঠান্ডা-ব্যাথার উপশম দেখা দিলে, ভয় নাহি পেয়ে স্বাস্থ্য কেন্দ্রে ছুটিয়া যাইতে হবে।