মেহেরপুর নিউজ:
বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাত সঠিকভাবে না করায় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অভিযোগে মেহেরপুর ডক্টরস ল্যাবের মালিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা গেছে মেহেরপুর মল্লিক পাড়ায় অবস্থিত ডক্টর ল্যাব কে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ বিধিমালা ২০০৮ এর ১১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে মেহেরপুর ডা: দারুস সালাম ক্লিনিক ও সনো ল্যাব পরিদর্শন করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ইনজামুল হক, এসআই আব্দুল ওহাবসহ পুলিশের একটি দল ।