মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে মোবাইল কোর্টে মাদক সেবন ও বহন করার অপরাধে ৩ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৩ শ টাকা জরিমানা প্রদান করেছেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে মোবাইল কোর্ট বসিয়ে জহিরুল (২৫), লিখন (২০) এবং রবিউল (৪৪) নামের ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত জহিরুল সদর উপজেলার গোভীরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। লিখন একই গ্রামের হুমায়ূনের ছেলে এবং রবিউল মৃত কিতাব আলির ছেলে।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে , জহিরুল, লিখন এবং রবিউল তাদের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ জনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও মোট ৩শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।