মেহেরপুর নিউজ:
চায়ের দোকান খোলা রাখার পরও দরিদ্র চা বিক্রেতা আখের আলীর নিকট থেকে প্রতীকী ৫০ টাকা জরিমানা আদায় শেষে তাকে ১৫ দিনের খাবার প্রদান করা হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত চলাকালে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিলে এ ঘটনা ঘটে। জানা গেছে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আখের আলী চায়ের দোকান খোলা রেখে ছিলেন। এসময় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।
আখের আলীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তার নিকট থেকে প্রতীকী হিসাবে ৫০ টাকা জরিমানা করা হয়। পরে তাকে ১৫ দিনের খাবার উপহার দেওয়া হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমান, সদর থানার ওসি শাহ দারা, ইন্সপেক্টর সামদানী রাসুল এ সময় সেখানে উপস্থিত ছিলেন।