নির্বাচন

ভোট প্রদানের ব্যাপারে সরকারের কোন বিধি নিষেধ নেই; যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে- জয়নাল আবেদিন

By মেহেরপুর নিউজ

March 24, 2019

মো: মিজানুর রহমান, মেহেরপুর নিউজ,২৪ মার্চ:

মেহেরপুর-০১ আসনের সাবেক এমপি মো: জয়নাল আবেদিন বলেন, মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী উপজেলা নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ

ভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা তাদের ভোটাধিকার তা সুষ্ঠভাবে প্রয়োগ করছে। তিনি বলেন, ভোট প্রদানের ব্যাপারে সরকারের কোন বিধি নিষেধ নেই। যার ভোট সে দেবে, যাকে খুশি তাকে দেবে।পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে আসার জন্য তিনি সকল ভোটারকে আহবান জানান।

আজ বেলা দেড় টার দিকে শহরের মিশন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সস্ত্রীক ভোট দিতে এসে মেহেরপুর নিউজের ফেসবুক লাইভে তিনি এসব কথা বলেন।

ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বিষয়ে জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদিন বলেন, ভোটাররা সকাল থেকে কাজকর্মে

নিয়োজিত থাকেন। তিনি আশা প্রকাশ করেন, বিকালে ভোটার উপস্থিতি বাড়বে।কারণ ভোটাররা দৈনন্দিন কাজকর্ম শেষ করে ভোট দিতে আসবে।

তিনি বলেন, সদর উপজেলায় ইভিএম পদ্ধতিতে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে তা সুষ্ঠ ও সুন্দরভাবে হচ্ছে।আগামীতে সারাদেশব্যাপী ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করলে তার জনপ্রিয়তা আরোও বেড়ে যাবে।

উল্লেখ্য, মিশন প্রাথমিক কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার আফিল উদ্দিন মেহেরপুর নিউজের ফেসবুক লাইভে বলেন, মিশন প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ৩৫৫৮ জন। এর মধ্যে দুপুর ১২ টার পর্যন্ত পড়েছে ৪৭৬ ভোট। তিনি আশা প্রকাশ করেন, বিকাল ৪ টা পর্যন্ত ১ হাজার মত ভোট পড়তে পারে। তিনি ভোটার উপস্থিতি কমের কারণ হিসাবে বলেন, বিনা প্রতিদ্ধন্দিতায় চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হওয়ায় কিছুটা  প্রভাব পড়েছে।