মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। এখন চলছে গণনা। রবিবার সকাল আটটায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট দান পর্ব চলে।
মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে কেন্দ্র গুলোতে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন ভোটাররা। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শামীম হাসান ভোট চলাকালীন সময়ে মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। সকাল সাড়ে আটটায় স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান এবং সকাল ন’টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন সরকারি বালিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এদিকে বিকাল চারটার পরপরই ভোট গণনা শুরু হয়েছে।