রাজনীতি

ভোটদানের অপেক্ষায় দু’টি উপজেলার ২লাখ ৭৮ হাজার ৯২ জন ভোটার

By মেহেরপুর নিউজ

February 27, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৭ ফেব্রুয়ারি: আজ বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি মেহেরপুরের গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাচন। আর কয়েক ঘন্টা পর শুরু হবে ভোট গ্রহন। নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে অপেক্ষায় দুটি উপজেলার ২লাখ ৭৮ হাজার ৯২ জন ভোটার। এদের মধ্যে গাংনী উপজেলার ১ টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের পুরষ ভোটার ১ লাখ ২ হাজার ১৬৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ১৩৭ জন এবং মুজিবনগর উপজেলার ৪টি ইউনিয়নের পুরুষ ভোটার ৩৪ হাজার ৩০৭ জন এবং মহিলা ভোটার রয়েছেন ৩৫ হাজার ৭৯০ জন । এবারে ৪র্থ উপজেলা নির্বাচনে গাংনী উপজেলায় যারা প্রতিদ্বন্দীতা করছেন তারা হলেন চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থি মোরাদ আলী ( আনারস), আওয়ামীলীগ সমর্থিত  প্রার্থী মোখলেসুর রহমান মুকুল (দোয়াত কলম) ,  ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (টিউবওয়েল) , আহসান উল্লাহ (চশমা), আবুল কালাম ( তালা), মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা মমতাজ কাকলী (হাস), নুরুন নাহার আক্তার (কলস), লাইলা আরজুমান বানু (ফুটবল )মার্কা প্রতিকে। মুজিবনগর উপজেলায় যারা প্রতিদ্বন্দীতা করছেন: চেয়ারম্যান পদে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম ( কাপ পিরিচ),আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জিয়ার উদ্দিন বিশ্বাস ( আনারস), ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম মোল্লা( বৈদ্যুতিক বাল্ব), জারজিস হুসাইন( টিউবয়েল), রমজান আলী( তালা) মহিলা ভাইস চেয়ারম্যান চকিদা খাতুন (হাস) ও গুলনাহার বেগম (কলস) প্রতীকে।