নির্বাচন

ভোটকক্ষে আসন না পেয়ে মেঝেতে বসেই দায়িত্ব পালন করল এজেন্টরা

By মেহেরপুর নিউজ

November 28, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বুড়িপোতার একটি কেন্দ্রে এজেন্টদের আসন সংকলন না হওয়ায় মেঝের উপর বসেই ভোট শুরু থেকে শেষ পর্যন্ত মেঝের উপর বসেই দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ চিত্র দেখা গেছে। বুড়িপোতা ইউনিয়নের বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১টি বুথ সহ ৪টি অস্থায়ী বুথে ভোট গ্রহণ করা হয়।

বুড়িপোতা ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান প্রার্থী সহ সংরক্ষিত সদস্য পদে ৪ জন এবং ওই ওয়ার্ডের সদস্য পদে ৩জন প্রার্থীর মোট ১০ জন এজেন্ট তাদের দায়িত্ব পালন করেন। ছোট্ট একটি রুমের মধ্যে দুটি বুথে ভোট গ্রহণ করায় সেখানে ভোটারদের ভিড় যেমন ছিল তেমনি ১০জন এজেন্টসহ পোলিং এজেন্ট এবং ও সহকারি প্রিজাইডিং অফিসারদের একসঙ্গে আসন সংকুলান না হওয়ায় এজেন্টরা মেঝের উপর বিছানা পেতে সেখানে বসে দায়িত্ব পালন করে।