আইন-আদালত

ভৈরব নদের মাটি কাটার অপরাধে ২ ব্যক্তি ও সরকারি আদেশ অমান্য করায় ২ ব্যক্তির জরিমানা

By মেহেরপুর নিউজ

April 04, 2020

মুজিবনগর প্রতিনিধি, কে এম হাসান:

অবৈধ ভাবে ভৈরব নদের পাড়ে মাটি কাটার অপরাধে মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের  বাবলু ও ঈমন নামের ২ জনকে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাবলু মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ফয়জদ্দিন মন্ডলের ছেলে ও ঈমন একই গ্রামের আনারুল ইসলামের ছেলে।

শনিবার সকালের দিকে এ অভিযান পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি , তাকে সহযোগীতা করেন মুজিবনগর থানার এসআই জিয়া।

ভ্রম্যমান আদালত সূত্রে জানাযায়, মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাবলু ও ঈমনকে ভৈরব নদের পাড়ে অবৈধ্য ভাবে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা্পনা আইন ২০১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে দেশে লকডাউন চলছে এ মোতাবেক ওষুধ, কাঁচা বাজার ও পচনশীল পণ্যের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি আদেশ অমান্য করে সেলুুন খোলার অপরাধে ছবদুলের ছেলে রফিকুল ইসলামকে ১০০ টাকা এবং চয়েনের ছেলে রফিকুল ইসলামকে ২০০ টাকা জারিমানা করা হয়।