কবিতা

ভেবোনা, ভালো থেকো

By মেহেরপুর নিউজ

May 31, 2017

তারিক-উল ইসলাম:

যদিও বিষণ্ন বিকেল তবু হাঁটু মুড়ে জলে-জানালায় রেখো চোখ। এঁকো হাসি। বিষাদ তো বিপন্ন সময়ের সঙ্গী । ছেড়ো নাকো তার হাত। যে অসুখ বৈরাগ্যের, তাকে কখনও বলোনা বিদায়। হননের দিনলিপি সখা যার, তাকে রেখো না বেঁধে। সেঁধে দিও না দরোজা খুলে। ভুলেও দিও না মনোস্তাপ। গেরস্তের রাখাল যেইজন, তাকে দিও না বসতে পিঁড়ি পেতে মাদুরে আদুরে কণ্ঠে দিও নাকো ডাক।