কবিতা

ভূলের মাশুল

By মেহেরপুর নিউজ

August 28, 2020

মো: হাসিবুজ্জামান ( অনিক) ,আলমডাংগা, চুয়াডাংগা :

ঠিকই চলছে ঘড়ির কাটা, যেন থমকে গেছে ধরা আত্মদম্ভ মনুষ্য বুঝিলেন কত নিঃস্ব ধরায় তারা। আঠারো হাজার মাখলুকাতে মানুষ শ্রেষ্ঠ জীব, পাপ তাপ গিয়েছিল ভূলে,প্রভু ভেবেছিল নিজ।

খোদার অসন্তুষ্টিতে আজ বহিছে মহামারি, প্রযুক্তি বিশ্ব হার মানিলো দেখাতে আলোর দিশারী। অর্থ প্রাচুর্য অস্ত্র শস্ত্র লাগছে না কোন কাজে, সত্যের পথ গিয়েছিল ভূলে লোভ লালসার মাঝে।

খোদা বিনা পার বুঝিতে পারিয়া করিয়া মাথা নত, সিজদায় পড়ে চাও তবে ক্ষমা যার পাপের বোঝা যত। মহাক্ষমাশীল দয়ার সাগর দেখায়ে সত্যের দিক, বান্দার ভূল কর তবে ক্ষমা হে বিচার দিনের মালিক।