বিশেষ প্রতিবেদন
মাহবুবুল হক পোলেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ মার্চ:
ভার্মি কম্পোষ্ট সারের এ যুগে নতুন মাত্রা যোগ করেছে আমঝুপির তরুন কৃষিবিদ সুরুজ। ব্ল্যাক নাইট ও রেড ওয়ান এ দুই জাতের ভার্মির ক্রসে নতুন একটি সংকর (বিএস-১) জাতের ভার্মি কম্পোষ্ট উৎপাদন করেছেন সৃজনশীল এ কৃষিবিদ। রাসায়নিকমুক্ত স্বাস্থ্য সম্মত খাদ্যশষ্য উৎপাদন, জমির উর্বরা শক্তিবৃদ্ধি এবং অধিক ফলনের লক্ষে তরুন কৃষিবিদ সুরুজ ভার্মি কম্পোষ্ট (কোঁচো সার) উৎপাদনে বিপ্লব ঘটাতে যাচ্ছেন। ব্যক্তি উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি শেখ পাড়ার নিজ বাড়িতে ভার্মি কম্পোষ্ট’র (কোঁচো সার) এগ্রো ইন্ডাষ্ট্রিজ গড়ে তুলেছেন তিনি। যার নাম দিয়েছেন বোটানিকা এগ্রো লি:।
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি শেখ পাড়ার আজাহার শেখের বড় ছেলে তরুন কৃষিবিদ সুরুজ শেখ ২০০৬ সালের দিকে ভার্মি কম্পোষ্ট (কেঁচো সার) উৎপাদনে উদ্বুদ্ধ হয়ে মেহেরপুর সদর উপজেলার হিজুলী ও ভারতের বিহার থেকে ১৭ হাজার ব্ল্যাকনাইট ও আষ্ট্রেলিয়ান রেড ওয়ান কেঁচো সংগ্রহ করে পরীক্ষা মূলকভাবে ভার্মি কম্পোষ্ট’র (কোঁচো সার) উৎপাদন শুরু করেন। অল্প দিনের মধ্যেই তিনি সুফল পেতে থাকেন। আর তা থেকেই শুরু হয় বৃহৎ আকারের পরিকল্পনা। তিনি পর্যায় ক্রমে হাউজ পদ্ধতি, রিং পদ্ধতি, নাদা পদ্ধতিসহ বিভিন্ন পদ্ধতি আবিস্কার করে সিডি ভার্মি কম্পোষ্ট’র (কোঁচো সার) চাষ শুরু করেন। এর পর তার মাথায় আসে ব্ল্যাক নাইট ও রেড ওয়ান এ দুই জাতের সংকর ঘটালে কেমন হয় । যেমন ভাবনা তেমন কাজ। পরিকল্পনা অনুযায়ী দুইটি জাতকে ক্রস করে একটি নতুন সংকর (বিএস১) জাত উদ্ভাবন করেন। আর এজাতের মিশ্রনে উদ্ভাবিত সারের গুনগত মানও আরো ভালো । এর পর সেখানে তারা কোঁচে চাষে গড়ে তুলেছেন। পাশাপাশি সিডি ভার্মি কম্পোষ্ট’র (কোঁচো সার) সম্পর্কে মাটির স্বাস্থ্য সুরক্ষায় কম্পোষ্ট কোঁচো সারের প্রয়োজনীয়তা, উৎপাদন, কলা কৌশল, ব্যবহার ও এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কিত কৃষকদের সচেতন করে ও নামমাত্র মূল্যে বা কাউকে বিনামূল্যে সিডি ভার্মি কম্পোষ্ট’র (কোঁচো সার) বিতরন করে চাষিদের উদ্বুদ্ধ করে চলেছেন।
একান্ত আলাপ চারিতায় বোটানিকা এগ্রা লি: এর এগ্রো প্রজেক্ট ডিরেক্টর কৃষিবিদ সুরুজ শেখ বলেন ,প্রকল্প থেকে এখন উন্নতমানের পরিবেশ বান্ধব সার পাওয়ার পাশাপাশি কোঁচোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।তিনি বলেন,তার খামারে এখন এক কোটি কেঁচো রয়েছে যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকার ওপরে । তিনি বলেন, বোটানিকা এগ্রো লি: এর মাধ্যমে দেশের ৩৪ টি জেলায় বিভিন্ন কৃষকদের সাথে যৌথ উদ্যোগে ভার্মি কমোপাস্ট প্রকল্প গড়ে তুলেছি। পরবর্তিতে প্রতিটি জেলার দেশের সকল কৃষকের কাছে ভার্মি কম্পোষ্ট’র (কোঁচো সার) পৌছে দিতে চান। যাতে প্রতিটি কৃষক নিজেই এই সার তৈরি করতে পারবেন এবং মাটির স্বাস্থ্য রক্ষায় সচেতন হবেন। তিনি আশা প্রকাশ করে বলেন, যে পরিমানে ভার্মি সারের ব্যবহার স¤প্রসারন হচ্ছে তাতে আগামী ২০২০ সালের মধ্যে দেশে অর্গানিক কৃষি বিপ্লব ঘটবে।