মেহেরপুর নিউজ,১৭ নভেম্বর:
ভারত সরকারের আমন্ত্রনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১’শ ছাত্রছাত্রী ভারতের বিভিন্ন স্থান পরিদর্শনসহ রাষ্ট্রপতি প্রনব মুখার্জী সাথে সাক্ষাত করেছেন। মেহেরপুর শহরের ষ্টেডিয়াম পাড়ার মেয়ে সোহেলী সুলতানা রজনী তাদের একজন। সে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী সোহেলী সুলতানা রজনীর বাবা মো: খাদেমুল হক সদ্য অবসরপ্রাপ্ত ব্যাংকার আর মা কানিজ ফেরদৌসী এখনও ব্যাংকে কর্মরত। বাবা বামনপাড়া অগ্রনী ব্যাংক থেকে সেকেন্ড অফিসার হিসেবে চাকরী শেষ করেছেন। মা মেহেরপুর অগ্রণী ব্যাংকের সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্বপালন করে আসছেন। সফল ব্যাংকার দম্পত্তির কন্যা হিসেবে রজনীও শিক্ষাজীবনের তার কৃতিত্বের সাক্ষর রেখে চলেছেন। স্থান করে নিয়েছেন দেশের সেরা ১’শ শিক্ষার্থীদের মধ্যে যারা ভারত সরকারের আমন্ত্রন পেয়েছেন সে দেশের কৃষ্টি কালচার সম্পর্কে জেনে নেয়ার।
মেহেরপুর সরকারী উ্চ্চ বালিকা বিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে ২০০৯ সালে এসএসসি এবং একই বিভাগ থেকে মেহেরপুর সরকারী মহিলা কলেজে থেকে ২০১১ সালে এইচএসসি পাশ করেন রজনী। মেধাবী রজনী দুটিতে এ প্লাস পেয়ে ২০১২ সালে দেশের খ্যাতনামা বিদ্যাপিঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে।
বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ দেনাথের নেতৃত্বে তারা পরিদর্শন করে ভারতের বিভিন্ন স্থাপনা। সাক্ষাৎ করেন রাষ্টপতি প্রনব মুখার্জীর সাথে।
সফরকালীন সময়গুলো কেমন কেটেছে আসুন জানি সোহেলী সুলতানা রজনীর লেখা থেকে :
ভ্রমন সবসময়ই আনন্দের আর তা যদি রাষ্ট্রের আমন্ত্রনে। ভারত সরকারের আমন্ত্রনে সেই দেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন পর্যটন স্থান পরিদর্শণের এমন একটি সুযোগ পেলাম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১’শ জন শিক্ষার্থীর সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ জনের মধ্যে আমিও।
সেদিন ছিল রবিবার। সকাল ১০টা ১০। শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্যোশে আমাদের নিয়ে উড়াল নিয়ে উড়াল দিল একটি বায়ুতরী। বিকট শব্দে নিয়ে বায়তরীটি যখন আকাশে উড়তে লাগলো সে মুহুর্তে মনে হচ্ছিল মর্ত্য চড়ে আমরা চলেছি স্বর্গপানে। মেঘেদের রাজ্য অতিক্রম করার সময় ছোট বড় মেঘমালার উপর সূর্যরশ্নি পড়ে এক অপূর্ব রঙের সমারোহ সুষ্টি করছিলো। যেন মহাকাশে হোলিখেলা। মনে হচ্ছিল এরা আমাদের স্বাগত জানাতে তাদের মনের উচ্ছাস প্রকাশ করছিলো। আরও উপরে যখন উঠছিলাম হঠাৎ মনে হচ্ছিল পৃথিবীকে কি ছেড়ে যাচ্ছি? তৎক্ষনাৎ জানতে পারলাম আমরা এরই মধ্যে দিল্লির আকাশে চলে এসেছি। কিছুক্ষন পর অবতরণ করলাম দিল্লি বিমানবন্দরে।
বিমানবন্দরের প্রয়োজনীয় কাজ সেরে আমাদের নিয়ে যাওয়া হলো একটি দিল্লির একটি পাঁচতারা হোটেলে। সেদিন বিশ্রাম নিয়ে পরদিন বের হলাম বিভিন্ন স্থাপনা পরিদর্শনে। পরিদর্শন শেষে বিকালে ক্লান্ত শরীর নিয়ে ফিরে এলাম হোটেলে। পরদিন মঙ্গলবার বিকালে রাষ্ট্রপতি প্রনব মুখার্জীর সাখে সাক্ষাৎ। এতবড় দেশের একজন প্রধান কেমন মানুষ তিনি চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারবো না। যথারিতি বিকালে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের উদ্যোশে রওয়ানা হলাম আমরা। দর্শনীয় ইন্ডিয়া গেট পার হয়ে আমাদের গাড়ি ছুটে চললো রাষ্ট্রপতি ভবনের দিকে। এক সময় পৌছে গেলাম। ভবনটিতে ঢুকতেই যেন স্বপ্নের মত মনে হচ্ছিল। এ যেন শত সাধনার পাওয়া। এর পর সাক্ষাৎ হলো রাষ্ট্রপতি প্রনব মুখাজীর সাথে। তার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই তিনি আমাদের মনে করিয়ে দিলেন তিনি বাংলাদেশের নড়াইলের জামাতা। এ কথা শুনে আমাদের আবেগ আপ্লতু ছোখ ছলছল করে উঠল। তিন তার বক্তব্য বাংলাদেশের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে ভ’য়সী প্রশংসা করলেন। তাঁর বক্তব্য শুনতে শুনতে কখন যে ২৭ মিনিটি পার হয়ে গেল বুঝে উঠতে পারছিলাম না। তিনি বলছিলেন বাংলাদেশের স্বাধীনতার কথা, ইতিহাস ঐতিহ্যে ও সংস্কৃতির কথা। পরে রাষ্ট্রপতির সাথে ফটোসেশনে অংশ নিলাম । হাতে আছে দুদিন বুধবার দেখতে গেলাম বিশ্বের ৭ম আশ্চর্যের একটি তাজমহল। মহান প্রেমের এক জীবন্ত নিদর্শন। ঘুরে ফিরে দেখার যেন শেষ নাই। কিছুতেই সেখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না। কিন্তু বিধিবাম। গাইড এসে বললেন যাওয়ার সময় হয়েছে। বৃহস্পতিবার রাজস্থানে সাক্ষাৎ হলো যুব ও ক্রীড়া মন্ত্রী গজেন্দ্র সিং এর সাথে । আতিথেয়তা কাকে বলে সেদিন আমরা অনুভব করলাম। সাক্ষাৎ শেষৈ ফতেপুর সিক্রির ঝুলন্ত দরজা, লাল দূর্গা, ¤্রী বলরাম আদর্শ বিদ্যা মন্দির সহ আরো কত কি।
যেতে নাহি মন চাই তবু যেতে হয়। রবিন্দ্রনাথের গানের লাইনগুলো মনে হয়ে মাতৃভুমির কথা মনে গেল। এখানে তো ফিরে আসতেই হবেএ যে আমার মা মাটির দেশ প্রিয় স্বদেশ আমার বাংলাদেশ। শুক্রবার যথারীতি আমরা ফিরে এলাম স্বদেশে।