কলকাতা প্রতিনিধি, ২১ নভেম্বর:
ভারতে বিদেশী ছাত্রদের সুযোগ সুবিধা ও শিক্ষার আধুনিকায়ন নিয়ে মহারাস্ট্রের গর্ভণর সি ভিদ্যাসাগর রাও এর সাথে বৈঠক করেছে ভারতে পুণে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিদেশী ছাত্রদের একটি প্রতিনিধিদল। গর্ভণর সি ভিদ্যাসাগর রাও এর আগে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারের ইউনিয়ন মিনিষ্টার ফর হোম এ্যফেয়ার্সের দায়িত্বে ছিলেন।
সম্প্রতি বাংলাদেশের পক্ষে মেহেরপুরের ছেলে ফাহিম ফেরদৌস রিফাত, আফগানিস্তানের নাজির মোহাম্মদ তুফান, ফিলিস্তিনের আওয়াদ, মরিশাসের কারিশ্মা রঘুনাথ, উগান্ডার অকেলো, কম্বোডিয়ার সোমন্যাং সহ ১০ জন এই বৈঠককে অংশ নেয়।
পুণে আই,সি,সি,আর (বিদেশ মন্ত্রকের অংশ) এর রিজিওনাল ডিরেক্টর অনুজা চক্রবর্তীর নের্তৃত্বে তারা গর্ভণরের সরকারী বাসভবন যায়। সেখানে বিদেশী ছাত্ররা তাদের শিক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে মহারাস্ট্রের গর্ভণরের সাথে খোলামেলা আলোচনা করেন।