বর্তমান পরিপ্রেক্ষিত

ভাই বোনের জানাজা একসাথে সম্পন্ন

By মেহেরপুর নিউজ

November 11, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান ও তার বোন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিজিয়া খাতুনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার বাদ আসর মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দুই ভাই বোনের জানাযা অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মেহেরপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খান,সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন,মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, পৌর জামায়েত ইসলামীর আমির সোহেল রানা ডলারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযা ও দাফন কাজে অংশগ্রহণ করেন।

সোমবার ভোরের দিকে মেহেরপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান মৃত্যুবরণ করেন এর টিক ৮ ঘণ্টা পর তার বোন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রিজিয়া খাতুন মৃত্যুবরণ করেন।