মেহেরপুর নিউজ:
উত্তাপ ও উত্তেজনাহীন মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ। আগামী ২৭ জুলাই মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও প্রচারণার ক্ষেত্রে কোন উত্তাপ ছড়াতে পারেনি কোন প্রার্থী।
মেহেরপুর শহরে দুইজন প্রার্থীর মাইকযোগে প্রচার করা ছাড়া গ্রাম গঞ্জের তেমন প্রচারণা লক্ষ্য করা যায়নি। আজ মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা তাদের প্রচারণার কাজ চালাতে পারবেন।আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, আলফাজ উদ্দিন, যুবলীগ নেতা নিশান সাহেবের এবং সাবেক ছাত্রলীগ নেতা শামিম উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
এদিকে নির্বাচন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা ১টি পৌরসভা ও ৭ ইউনিয়নে ৮৮ টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। এদিকে কেন্দ্রগুলোতে ইভিএম ভোটিং পদ্ধতি মহড়া অনুষ্ঠিত হয়েছে। খুব কম সংখ্যক ভোটার ডামী ভোটে অংশগ্রহণ করেন।