খেলাধুলা

ভলিবল টুর্নামেন্টে বাড়াদি ইউনিয়ন চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 19, 2025

মেহেরপুর নিউজঃ

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টে বাড়াদি ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাড়াদি ইউনিয়ন ২৫-৯,২৫-২৩ সেটে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। এর আগে সেমিফাইনালে বাড়াদি ইউনিয়ন ২৫-১৯,২৫-১১ সেটে বুড়িপোতা ইউনিয়নকে এবং পিরোজপুর ইউনিয়ন ২৫-১৩,২৫-৯ সেটে আমঝুপি ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে ওঠে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান পুরস্কার বিতরণ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশিক।