শাহিন এ সিদ্দিকী, গাংনী, ২৭ মে:
‘ব্লাক বেবি’ জাতের তরমুজ চাষ করে বেশ লাভবান হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কৃষক চাঁদ আলির ছেলে শহিদুল ইসলাম। ২ বিঘা জমিতে কৃষক শহিদুল ইসলাম ‘ব্লাক বেবি’ তরমুজের চাষ শুরু করে। এতে তার খরচ পড়ে সর্বসাকুল্যে ৭৫ হাজার টাকা। বর্তমানে দু’বিঘা জমিতে যে পরিমান তরমুজ উৎপাদিত হয়েছে তা সে ২লক্ষ ৭৫ হাজার টাকায় ইতোমধ্যে বিক্রয় করেছে বলে জানান।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কে এম সাহাবুদ্দিনের পরামর্শে ও তত্বাবধানে তরমুজ চাষে লাভবান হন কৃষক শহিদুল ইসলাম। এ জাতের তরমুজ উৎপাদনে সার্বক্ষনিক প্রয়োজনিয় পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান। রবিবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি কর্মকর্তা ‘ব্লাক বেবি’ তরমুজ পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন ব্লাক বেবি তরমুজ ৬০ দিনেই উৎপাদন ও বাজারজাত করা যায় এই ফসল কম সময়ে ও কম খরচে লাভজনক হওয়ায় কৃষকদের এ ফসল চাষে উদ্বুদ্ধ করেন।