নির্বাচন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় মেহেরপুর পৌরসভা সহ ৪ টি ইউপি নির্বাচন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 15, 2022

মেহেরপুর নিউজ :

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর পৌরসভা সহ ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুর পৌরসভা সহ মেহেরপুরের ৪ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টায় একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

মেহেরপুর পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। বিশেষ করে মহিলা ভোটারদের লাইন চোখে পড়ার মতো। এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হওয়ার কারণে ভোট দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।

গ্রামপর্যায়ে একটি ভোট দিতে ২-৩ মিনিট সময় লেগে যাচ্ছে। যে কারণে ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেয়ার জন্য অপেক্ষা করছেন। দুপুর পর্যন্ত মেহেরপুর পৌরসভা সহ ৪ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

ভোটকেন্দ্রের বাইরে নিজ নিজ প্রার্থীদের সমর্থনে মুহুমুহু মিছিল। নির্বাচন শুরু হওয়ার পর থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দল বিভিন্ন গ্রামে টহল দিতে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।