বর্তমান পরিপ্রেক্ষিত

বোসপাড়া নাইট ক্রিকেট টুনামেন্ট সিজন ৬ এর উদ্বোধন

By Meherpur News

April 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বোসপাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে বোসপাড়া নাইট ক্রিকেট টুনামেন্ট সিজন ৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ শামসুদ্দোহা নগর উদ্দানে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত বোসপাড়া নাইট ক্রিকেট টুনামেন্টের উদ্বোধন করেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুস্তাকুর রহমান তুষার, মানিক হোসেন, এ আর অনু প্রমুখ। টুর্নামেন্টে মোট ৪টি দল অংশগ্রহণ করছে।