মেহেরপুর নিউজ:
সন্ত্রাস দমন আইনে ছাত্রলীগ নেতা আলিফকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। বুধবার বিকেলের দিকে মেহেরপুর সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে মেহেরপুর মুজিবনগর উপজেলার দারিয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
তিনি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলায় ছাত্রলীগ নেতা আলিফ হোসেনকে আটক করা হয়েছে। যার মামলা নং ০৬/২৪।
মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, আলিফ হোসেনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা সহ সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে। আটক আলিফ হোসেন মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকার তুফান শেখ এর ছেলে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।