বর্তমান পরিপ্রেক্ষিত

বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

November 28, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি মহিলা কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার মেহেরপুর সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এ আলো স্মরণসভা ও সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল্লাহ আল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল হামিদ, সহযোগী অধ্যাপক কাজী আশরাফুল আলম,মিরাজ উদ্দিন, প্রভাষক হুমায়ুন আহমেদ প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে নবারুণ ভট্টাচার্যের কবিতা ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়’ থেকে’ পাঠ করেন কাজী আশরাফুল আলম, কাজী নজরুল ইসলাম -এর বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন তানজিমা তাসমিম হক মোহনা, সংগীত পরিবেশন করেন অনিন্দিতা সরকার, মানসী হক বাঁধন, পৌলমী কুণ্ডু।