খেলাধুলা

বেড়পাড়া মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে ৭টি খেলা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 04, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের বেড়পাড়া মন বলাকা ক্লাবের উদ্যোগে মরহুম ফয়েজ উদ্দিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে শাহীন জুটি,জীবন জুটি,আলামিন জুটি,মনিরুল জুটি, সজল জুটি, সুইট জুটি,কাবির জুটি নিজ নিজ খেলায় জয় লাভ করেছে।

বেড়পাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত খেলায় শাহীন জুটি ২-০ সেটে লিজন জুটিকে, জীবন জুটি ২-০ সেটে হাসান জুটিকে, আলামিন জুটি ২-০ সেটে চয়ন জুটিকে, মনিরুল জুটি ২-০ সেটে রাফি জুটিকে, সজল জুটি ২-০ সেটে নাহিন জুটিকে,  সুইট জুটি ২-০ সেটে হাসান জুটিকে এবং কাবির জুটি ২-০ সেটে সজিব জুটিকে পরাজিত করে।

এদিকে কোয়ার্টার ফাইনাল খেলায় আলামিন জুটি ২-০ থেকে কাবির জুটিকে পরাজিত করে। সেমিফাইনাল খেলায় আল-আমিন জুটি সজল জুটির সাথে এবং মনিরুল জুটি সুইট জুটির সাথে মোকাবেলা করবে।