বর্তমান পরিপ্রেক্ষিত

বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে আলামিন-রাতুল জুটি ফাইনালে

By মেহেরপুর নিউজ

January 25, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর বেড়পাড়া যুব সম্প্রদায়ের উদ্যোগে বেড়পাড়া ব্যাডমিন্টন টুর্নামেন্টে আলামিন-রাতুল জুটি ১ম দল হিসাবে ফাইনালে উঠেছে।

শনিবার রাতে বেড়পাড়া ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় আলামিন-রাতুল জুটি২১-১৬,১৬-২১,২১-১৬ সেটে সাগর-শ্রাবণ জুটিকে পরাজিত করে। খেলায় আল আমিন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ ম্যান অব ম্যাচের পুরস্কার তুলে দেন।