মেহেরপুর নিউজ,১৫ মে:
গ্রেটার কুষ্টিয়া নিউজ ও ত্রৈমাসিক শিকড় পত্রিকার যৌথ উদ্যোগে বৃহত্তর কুষ্টিয়ার ৯ গুণীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত গুণীরা হলেন: বিশিষ্ট সাংবাদিক ও কবি দৈনিক বাংলাদেশ বার্তার সম্পাদক আবদুর রশীদ চৌধরী, বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ ফজলুল হক, বিশিষ্ট কথাসাহিত্যিক অধ্যাপক হাবিব আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল মতিন, বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, বিশিষ্ট কথাসাহিত্যিক, কবি ও শিক্ষাবিদ রফিকুর রশীদ, বিশিষ্ট চিকিৎসক আবদুস শহীদ, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক সরদার আল-আমিন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুর রহমান।
মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীচনদের হাতে সম্মান সূচক ক্রেষ্ট তুলে দেন । মেহেরপুরের প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ নাসিরউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, দৈনিক আলোকিত বাংলাদেশ-এর বার্তা সম্পাদক তারিক-উল ইসলাম ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট পল্লব ভট্টাচার্য। বক্তব্য রাখবেন সাপ্তাহিক মুক্তিবাণীর নির্বাহী সম্পাদক ও গ্রেটার কুষ্টিয়া নিউজের সম্পাদক মুহম্মদ রবীউল আলম,খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের যুগ্ম মহাসচিব ও দৈনিক প্রথমআলো প্রতিনিধি তুহিন অরণ্য,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, প্রভাষক নুরুল আহমেদ, সাইদুর রহমান, শিকড়-এর সম্পাদক সাংবাদিক মুজাহিদ মুন্না।পরে শিকড় আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।