ঝিনাইদাহ, কালীগঞ্জ, মোঃ আব্দুর রহমান( পিয়ার)
============================================
তোমার-আমার নীড়ের কোনায়
বৃদ্ধ বোবার বাস,
শেষ বয়সেই বেকার বিধায়
তাঁরাই বাড়ীর দাস।
ঈদ খুশীতেও নাইগো খেয়াল
বাপের-মায়ের মন,
ভাগ্য মেনেই খোদার নিকট
করছে মরার পণ।
মৃত্যু পরেই বুঝবো সবাই
বৃদ্ধ বোবার দুখ,
হাজার কেঁদেও ফিরবেনা আর
সেসব প্রিয় মুখ।
সব ভুলে তাই ঈদ সকালেই
চলুন তাঁদের কাছে,
ঘুচবে সবার মনের দুঃখ
দেখবে সবে হাসছে।
দাওগো তাদের নতুন কাপড়
দাওনা খাবার পাতে,
মৃত্যু পরেই এসব হিসাব
থাকবে মোদের সাথে।
====সমাপ্ত=====