কৃষি সমাচার

বৃক্ষরোপনের উদ্দেশ্য একটাই,পরিবেশের ভারসাম্য রক্ষা করা– পুলিশ সুপার আনিছুর রহমান

By মেহেরপুর নিউজ

July 11, 2018

মেহেরপুর নিউজ, ১০ জুলাই: মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেছেন, বৃক্ষরোপনের উদ্দেশ্য একটাই,পরিবেশের ভারসাম্য রক্ষা করা। প্রধানমন্ত্রী সব সময়ের জন্য আমাদেরকে একটি নির্দেশনা দেন, আমরা যাতে অধিক সংখ্যাক হারে গাছ লাগায়। আর এখন বর্ষাকাল। এই বর্ষাকাল কে সামনে রেখে আমরা বৃক্ষ রোপন শুরু করতে চায়। তিনি বলেন স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুর পুলিশ প্রশাসন ২ হাজার ৫শ বৃক্ষ রোপন করবো। তিনি মঙ্গলবার বিকালে মেহেরপুর পুলিশের উদ্যোগে মেহেরপুর কোলা-আশরাফপুর বায়পাস সড়কের দু-পাশে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন। বৃক্ষ রোপন অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর থানার ওসি রবিউল ইসলাম খান, ডিআইও ফারুক হোসেন, ডিবি’র ওসি শাহিনুর রহমান, আরআই আবু বক্কর সিদ্দিক, ডিআইও একরামুল ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান আনারুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, উপজেলা সভাপতি রাশেদুল ইসলাম আনন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।