মেহেরপুর নিউজ:
রাত পোহালেই অনুষ্ঠিত হবে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এই স্তরের প্রতিনিধি নির্বাচনে সকাল আটটায় শুরু হবে ভোট গ্রহণ। কোনও বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে নানা আশঙ্কা থাকলেও নির্বাচন কমিশন ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অনাকাঙ্খিত পরিস্থিতি সামাল দিতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবারই প্রথম দলীয় ব্যানারে হচ্ছে এই নির্বাচন।
বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে বুড়িপোতা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ জন চেয়ারম্যান, ৩জন সংরক্ষিত সদস্য ও ৯ জন সাধারণ সদস্য হওয়ার লক্ষ্যে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন,(এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলাম নৌকার পক্ষে সমর্থন দিয়েছেন)। এছাড়াও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে ৩৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনকে ঘিরে ইউনিয়নের ১৭ টি গ্রামের সাজ সাজ রব পড়ে গেছে।
রবিবার অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ৩০ হাজার ৪০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৫ হাজার ২৪১ জন। মহিলা ভোটার রয়েছে ১৫ হাজার ১৬৩ জন। বুড়িপোতা ইয়েলেনের ১২ টি কেন্দ্রের ৯০ টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটদান পর্ব চলবে।
বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২ হাজার ৮২৮ জন ভোটার রয়েছে।যার মধ্যে ইছাখালী গ্রামের ১ হাজার ৪৪৫ জন, কামদেবপুর এর ১ হাজার ৩৮৩ জন। ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফতেপুর গ্রামের ১ হাজার ৮০৫ জন ভোটার রয়েছেন। ২ নম্বর ওয়ার্ডে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৮২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে হরিরামপুরের ২ হাজার ৯৪ জন এবং ঝাঝা গ্রামের ৭৪৮ জন ভোটার রয়েছেন। ৩ নম্বর ওয়ার্ড বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ৫৫৪ জন ভোটার রয়েছেন।
এরমধ্যে বুড়িপোতা (নবীনগরসহ) ২ হাজার ৮৩৩ জন এবং বাজিতপুরের ৭২১ জন ভোটার রয়েছেন। ৪ নম্বর ওয়ার্ড গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭৭৫ ভোটার রয়েছেন এরমধ্যে গোভিপুর ৪ নম্বর ওয়ার্ডের অংশ ৩ হাজার ৭৪৫ জন। ৫ নম্বর ওয়ার্ড যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেখানে ১ হাজার ২৪২জন ভোটার রয়েছেন। ভোটারের মধ্যে যাদবপুর গ্রামের ১ হাজার ২৪২ জন। ৫ নম্বর ওয়ার্ড কমিটি গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ৩৬১ জন ভোটার রয়েছেন। এখানে গোভিপুর ৫ নম্বর ওয়ার্ডের অংশে ১ হাজার ৩৬১ জন ভোটার ভোট দেবেন। ৬ নম্বর ওয়ার্ড রাজাপুর বারাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ৩ হাজার ৮০ জন ভোটার রয়েছে।
এরমধ্যে রাজাপুরের ১ হাজার ৭৫৭ জন এবং বারাকপুরের ১ হাজার ৩২৩ জন ভোটার রয়েছেন।৭ নম্বর ওয়ার্ড রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে রাধাকান্তপুরের ২ হাজার ২৬১ জন। এবং হাটচাঁদনীর ৪৭৩ জন।৮ নম্বর ওয়ার্ড শালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। যার মধ্যে শালিকা ৮ নম্বর ওয়ার্ডের অংশে ৩ হাজার ১৮৮ জন। ৯ নম্বর ওয়ার্ড বাড়িবাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটার সংখ্যা ২ হাজার ২৬৫ জন। এর মধ্যে বাড়িবাঁকা কেন্দ্র গ্রামের ১ হাজার ৫৬০ জন। রাজাপুর গুচ্ছগ্রামের ৭০৫ জন। শালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৭৬০ জন ভোটার রয়েছেন।