মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনের চতুর্থবারের মতো নির্বাচিত ইউপি সদস্য ইসমাইল হোসেন বলেছেন, বিগত সময়ের অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে।
ইসমাইল হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের ইব্রাহিম মন্ডল এর ছেলে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর পরের নির্বাচনে তিনি পরাজিত হলেও ২০০৯ সাল থেকে টানা তৃতীয়বার সহ মোট চারবার ইউপি সদস্য নির্বাচিত হলেন। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর দুই মেয়াদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দুই বছরের অধিক সময় তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় নব নির্বাচিত ইউপি সদস্য ইসমাইল হোসেনের সাথে আলাপকালে তিনি বলেন, এলাকার বাল্যবিবাহ রোধ কল্পে তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও কাজ করবেন। দুই কন্যা সন্তানের জনক ইসমাইল হোসেন জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, রাধাকান্তপুর উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি, বন্ধুজখালি খালি পাবাসস লিমিটেডের সভাপতি,আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও উদ্যোক্তা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।
ইসমাইল হোসেন ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকার প্রতিটি রাস্তাসহ ভৈরব নদ পুনঃখনন হওয়ার পর থেকে একাধিক স্থানে সিঁড়ি তৈরি করেছেন। আগামীতে অসমাপ্ত কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।