মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে ২০ জন সদস্য প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বুড়িপোতা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে সদস্য হওয়ার জন্য ৩৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বুড়িপোতা ইউনিয়নে ৩৮ জন প্রার্থীর মধ্যে ৯ জন জয়লাভ করেছেন। ৯ জন জামানত ফিরে পেয়েছেন। বাকি ২৯ জন জামানত হারিয়েছেন।নির্বাচনী আইন অনুযায়ী প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট পেলে সেই প্রার্থী পরাজিত হলেও জামানত ফেরত পাবেন। এর নিচে ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। সে ক্ষেত্রে মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের ৩৮ জন প্রার্থীর মধ্যে ২০ জন সদস্য প্রার্থী প্রদত্ত ভোটের ৮ ভাগের নিচে ভোট পেয়েছেন।
বুড়িপোতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মফিজুল ইসলাম তালা প্রতীকের কোন ভোট পাননি, আল মঞ্জুর ফুটবল প্রতীকে ১২ ভোট। ২ নম্বর ওয়ার্ডে আছেদ আলি ফুটবল প্রতীকে ২৪৩ ভোট, সেলিম রেজা ঘুড়ি প্রতীকে ১২২ভোট, ৩ নম্বর ওয়ার্ডে হুসাইন মোরগ প্রতীকে ৯৬ভোট, ৪ নম্বর ওয়ার্ডে এমদাদুল হক তালা প্রতীকে ৪১৬ ভোট, এম শাহজাহান টিউবল প্রতীক ৩৩১ভোট, সোহেল ভ্যান প্রতীকের ৬৭ ভোট, আহসান হাবিব ৬৯০ ভোট।
৫নাম্বার ওয়ার্ডে মহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৫৪৬ ভোট।৬ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম মোরগ কোন ভোট পাননি, মিনারুল ইসলাম হাতপাখায় কোন ভোট পাননি।৭ নম্বর ওয়ার্ডে আবুল হায়াত ফুটবলে ৩৯২ ভোট, জাহাঙ্গীর আলম টিউবয়েলে কোন ভোট পান নি, মফিজুল ইসলাম তালা প্রতীকে কোন ভোট পাননি, মোশারফ হোসেন মোরগে ২৮ ভোট। ৮ নম্বর ওয়ার্ডে মুনসুর আলী ফুটবলে ৫৬৩ ভোট। ৯ নম্বর ওয়ার্ডে জাকিরুল ইসলাম বৈদ্যুতিক পাখা ১৪ ভোট, রুস্তম আলী ফুটবলে ৮২ ভোট এবং সাজ্জদ হোসেন মোরগ প্রতীকের কোন ভোট না পেয়ে জামানত হারালেন।