বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউপিতে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 09, 2025

মেহেরপুর নিউজঃ

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন সানুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, শিক্ষার্থী আব্দুল মান্নান, মোঃ হাসিবুল,মাইশা সিদ্দিকা,নাজিয়া আখতার নোভা,তিয়াসা,এনজিও প্রতিনিধি জন পি বিশ্বাস প্রমুখ।