বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পথসভার আয়োজন

By মেহেরপুর নিউজ

January 14, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পথসভার আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ইউনিয়ন বিএনপি নেতা নাসিরুদ্দিনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহামদ।

পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, এম এ কে খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ,সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন,বিএনপি নেতা আকছেদ আলী, ফরিদ উদ্দিন, রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানি আনোয়ার হোসেন প্রমূখ। সমাবেশে অন্যদের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,জেলা জাসাসের আহ্বায়ক বাকাবিল্লা প্রমুখ অবস্থায় ছিলেন।