মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন ও সাম্প্রতিক করোনা ভাইরাসে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার লক্ষ্যে আলোচনা সভা ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুলমুখী করানোর লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, প্রগতিপত্র, মাস্ক ও ফুটবল বিতরণ ।
শনিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বুড়িপোতা ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের ২হাজার ৭৬৩ জন শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, প্রগতিপত্র, মাস্ক ও ফুটবল বিতরণ করা হয়।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইউপি সচিব সানোয়ার হোসেন সানু,ইউপি সদস্য ওয়াসিম আলী, সানোয়ার হোসেন, শরিফ উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।