বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় দিনব্যাপী পিঠা মেলা, চারু, মৃৎশিল্প মেলা

By মেহেরপুর নিউজ

January 23, 2025

মেহেরপুর নিউজঃ

তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দিনব্যাপী পিঠা মেলা, চারু, মৃৎশিল্প মেলা সহ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। বক্তব্য রাখেন টিটিসি’র অধ্যক্ষ আরিফ হোসেন তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানভীর হোসেন প্রমূখ।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সানোয়ার হোসেন সানুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে পিঠা মেলা সহ হারিয়ে যাওয়া লোকজসংস্কৃতিক, মৃৎশিল্প, লোকজ শিল্পের বিভিন্ন জিনিষ মেলায় স্থান পায়। অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। পরে তারুণ্যের উৎসব উপলক্ষে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, খেলোয়াড় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিদের মাঝে শুভেচ্ছা পুরষ্কার বিতরন করা হয়।