মেহেরপুর নিউজ :
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিবি)’র উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনূর্ধ্ব (১৪,১৬, ও ১৮ বছর) বয়স ভিত্তিক ক্রিকেটারদের প্রাথমিক বাছাই শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে বয়সভিত্তিক ক্রিকেটের বাছাই শুরু হয়। বিসিবি’র খুলনা বিভাগীয় ক্রিকেট কোচ রিপন বাসার উপস্থিত থেকে প্রাথমিক বাছাই পর্ব শুরু করেন।
মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ১২০ জন খুদে ক্রিকেটার প্রাথমিক বাছাই পর্বে অংশগ্রহণ করে। বাছাইকালে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা ক্রিকেট কোচ হাসানুজ্জামান হিলন, সাবেক ক্রিকেটার মাসুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।