মেহেরপুর নিউজ, ০৮ মে: বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে রবিবার রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, সহযোগী অধ্যাপক রপিকুর রশীদ, মুরাদ আলী, ড. গাজী রহমান, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহামেদ প্রমুখ।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক পত্নী রত্না রানী সিনহা, সহকারী কমিশনার শুভ্রা দাস, জুবায়ের হোসেন চৌধুরী, মোহাম্মদ নুর এ আলম, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রহীম শাহীন, জেলা শিল্পকলা সহ-সভাপতি মোমিনুল ইসলাম, সদস্য নিশান সাবের, আবুল হাসনাত দিপু প্রমুখ উপস্থিত ছিলেন।