এক ঝলক

বিশ্বকাপ ক্রিকেটে ইমরুল কায়েসকে দেখতে চাই

By মেহেরপুর নিউজ

April 21, 2019

মেহেরপুর নিউজ, ২১ এপ্রিল: বিশ্বকাপ ক্রিকেটে ইমরুল কায়েসকে দেখতে চাই স্লোগানে মেহেরপুরে মানববন্ধন করেছে ক্রিকেট প্রেমীরা। রবিবার সকাল ১০ টার দিকে মেহেরপুর বোস প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তারা ইমরুল কায়েসকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে করে স্লোগান দেয়। মানববন্ধনে বক্তব্য দেন হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, কোষাধাক্ষ মিলন হোসেন, জেলা শিল্প ও বণিক সমিতির সদস্য ওমর ফারুক, মেহেরপুর সরকারি কলেজে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, মৃত্তিকা গ্রæপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।