সাহাজুল সাজু :
রবিবার ছিল বিয়ের আনুষ্ঠানিকতা। তাই গত ৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়ি ফিরেছিলেন যু্বক সাগর হােসেন (২৫)। গত কয়েকদিন যাবত বরযাত্রীর জন্য আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব আর প্রতিবেশীদের বাড়ি-বাড়ি গিয়ে তার বিয়ের দাওয়াতও দিয়েছিলেন সাগর। বিয়ের বাকী ছিল আর মাত্র একদিন। তাই বিয়ের পােশাক কিনে মােটরসাইকেলযােগে বাড়ি ফেরার সময় আলগামন গাড়ীর সাথে মুখােমুখি সংঘর্ষে নিয়তির কাছে হার মেনে তাকে প্রাণ দিতে হলাে। হতভাগা সাগর মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের তােজাম্মেল হকের ছেলে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাংনী-কাথুলী সড়কের চৌগাছা এতিমখানার অদূরে মােটরসাইকেল-আলগামন গাড়ীর মুখােমুখি সংঘর্ষে নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,কর্মের তাগিদে সাগর সৌদি আরবে ছিলেন। সেখান থেকে মেহেরপুর এলাকার একটি মেয়ের সাথে তার মােবাইলফােনের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য দু,পরিবারের সম্মতিতে আগামীকাল রবিবার দিন ধার্য ছিল। সে কারণে গত ৫ দিন আগে সাগর সৌদি আরব থেকে বাড়ি ফিরেছিলেন। শনিবার সন্ধ্যার দিকে গাংনী উপজেলা শহর থেকে বিয়ের পােশাকসহ অন্যান্য সামগ্রী নিয়ে মােটরসাইকেলযােগে বাড়ি ফিরছিলেন। পথেমধ্যে চৌগাছা এতিমখানার কাছে পৌঁছালে,একটি আলগামন গাড়ীকে ওভারটেক করে (পাশ কেটে) যেতেই সামনের দিক থেকে আসা আরেক আলগামন গাড়ীর সাথে তার ব্যবহৃত মােটরসাইকেলের মুখােমুখি ধাক্কা লাগে। ওই ধাক্কায় সাগর সড়কে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পথচারী তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি বানী ইসরাইল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত সাগর হােসেন এর লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে,সাগর এর মৃত্যুতে পরিবারের মধ্যে শােকের মাতম চলছে।